English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ২১:০০

মাদারীপুরে ২৪৪টি কচ্ছপসহ এক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
 মাদারীপুরে ২৪৪টি কচ্ছপসহ এক ব্যবসায়ী আটক

মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাস থেকে ২৪৪টি কচ্ছপসহ এক কচ্ছপ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। আটক ব্যবসায়ী নিরঞ্জন বরিশালের উজিরপুর উপজেলার মাদ্রা গ্রামের রাজেন্দ্র সমাদ্দারের ছেলে।

পরে ভ্রাম্যমান আদালত ওই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা আর্থিক দণ্ডে দণ্ডিত করেন। এবং কচ্ছপগুলো পদ্মা নদীতে অবমুক্ত করে দেন।

র‌্যাব-৮ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুর শিবচরের পাচ্চর নামক এলাকায় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এএসপি আসাদুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল পিরোজপুরগামী বনফুল পরিবহনে অভিযান চালায়। অভিযান চলাকালে র‌্যাব সদস্যরা বাসের ছাদ থেকে ২ বস্তা ভর্তি ২৪৪ টি কচ্ছপ উদ্ধার করে। এ সময় ব্যবসায়ী নিরঞ্জন সমাদ্দারকে আটক করে র‌্যাব। পরে শিবচর সহকারি কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ী নিরঞ্জনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কচ্ছপগুলোকে কাওড়াকান্দি ঘাটের পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।