English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ২০:৫০

ঝিনাইদহে তিন শিশু হত্যার বিচার দাবীতে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহে তিন শিশু হত্যার বিচার দাবীতে মানবন্ধন

ঝিনাইদহের শৈলকুপায় শিশু আমিন, মাহিন ও সাফিনকে আগুনে পুড়িয়ে হত্যার বিচারসহ ও দেশে শিশু নির্যাতন বন্ধের দাবিতে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থাসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

ঘন্ট্যাব্যাপী এই মানববন্ধন কর্মসুচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে মানবাধিকার কর্মী, শিশু, শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বক্তারা দ্রুত ৩ শিশুর হত্যাকারীর ফাঁসিরসহ দেশে শিশু নির্যাতন বন্ধের দাবি জানান।