English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ১৯:১৮

চুনের ট্রাক কেড়ে নিল চার প্রান

নিজস্ব প্রতিবেদক
চুনের ট্রাক কেড়ে নিল  চার প্রান

চুনবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্বের এক ঝালমুড়ি দোকানে ঢুকে পরে। এতে চার’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন। নিহতরা হলেন— হাসান আলী (৬৫), জুবায়ের (৮ মাস), মুসলেম (৫০) এবং নার্গিস (৩০)।

রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশন ধীরাশ্রম রেলক্রসিংয়ের পাশের টিন শেডের একটি দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা-বাইপাস সড়কে চুনবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে টিনশেডের একটি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানে বসা দুই ব্যক্তি নিহত হন। আহত হন আরও আটজন। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভোগড়া ফাঁড়ি ইনচার্জ জাকির হোসেন দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে এখনও উদ্ধারকাজ চলছে বলে জানান তিনি।