English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ১৭:০৯

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে শাহজাহান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকাল ১১টার দিকে মাধবপুর উপজেলার শাহজীবাজারে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ছোট হাজিপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। আহতরা হলেন- আরাফাত (৩০), তৌফিক (৩১) ও শংকর (৪০)।

প্রত্যেক্ষদর্শীরা জানান, উপজেলার শাহজীবাজার এলাকায় ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কয়েকজন শ্রমিক ভোরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মাঠে ক্যারিং দিয়ে মালামাল লোড করছিলেন। এ সময় ক্যারিংয়ের উঁচু মাথাটি জাতীয় বিদ্যুৎ গ্রিড লাইনে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই শ্রমিক শাহজাহানের মৃত্যু হয়।

৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর আবুল কালাম আজাদ জানান, বিদ্যুৎ স্পৃষ্টে শাহজাহান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত আরও তিন শ্রমিক।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কে এম আজমিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানা হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।