English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ১০:১৪

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌচলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌচলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে প্রায় ছয় ঘণ্টা ধরে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে লঞ্চ-ফেরিসহ সব ধরনের নৌচলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নৌচলাচল বন্ধ হয়ে যায়। শনিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত চলাচল শুরু হয়নি। রাতে দুই ঘাট থেকে ছেড়ে আসা পাঁচটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। আজ ভোর সাড়ে চারটার দিকে কুয়াশা একটু কমে গেলে ফেরিগুলো আবার ঘাটে ফিরে যায়। এরপর ভারী কুয়াশা পড়তে থাকলে দুই ঘাট থেকেই কোনো ফেরি বা লঞ্চ ছাড়েনি। পারাপারের অপেক্ষায় প্রায় চারশতাধিক যানবাহন আটকা পড়ে আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডিব্লিউটিসি) থেকে বলা হয়েছে, কুয়াশা কেটে গেলে আবার ফেরি ও লঞ্চ চলাচল শুরু হবে।