English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৬ ১৯:৫৬

দুই গ্রুপের সংঘর্ষে সান্তাহারে যুবলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক
দুই গ্রুপের সংঘর্ষে সান্তাহারে যুবলীগ নেতা নিহত

সান্তাহারে সিএনজি অটোরিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিকদের মধ্যে সংঘর্ষে স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এতে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন ।

শুক্রবার দুপুরে বগুড়ায় সান্তাহারে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, নিহত নেতা হলেন শফিকুল ইসলাম। তিনি সান্তাহার ইউনিয়ন যুবলীগ সভাপতি। এবং আদমদীঘি উপজেলার সান্দীরা গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

তারা আরও জানান,আহতদের মধ্যে বাদশা মিয়া নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে। এবং বাকীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তারা।

আদমদীঘি থানার ওসি শওকত কবির জানান, সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকরা তাদের নিয়ন্ত্রিত সমিতিতে ইজিবাইক মালিক-শ্রমিকদেরকে অন্তর্ভুক্ত করতে বেশ কিছুদিন ধরে চাপ দিয়ে আসছিল।

ইজিবাইক মালিক-শ্রমিকরা তাতে রাজি না হওয়ায় দুপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে গত বৃহস্পতিবার রাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  এরপর শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে ফের কথা কাটাকাটি হলে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশকিছু অটোরিকশা ও ইজিবাইক ভাংচুর করা হয়।

এতে আহত হন ছয়জন।  “সংঘর্ষে আহত ছয়জনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।” এদিকে পুলিশ শফিকুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছে। সংঘর্ষে পর ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।