English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৬ ১৮:৩২

সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক
সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে যায়। এতে মোহাম্মদ মোস্তফা (৪০) নামে বাসের হেলপার নিহত হন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কা মসজিদ এলাকায় শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ মোস্তফা নাটোর জেলার গোপালপুরের পরেশ মণ্ডলের ছেলে।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী কেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে আইল্যান্ডের উপরে উঠে যায়। এই ঘটনাটি বার আউলিয়া মাজারের উত্তরে পৌঁছলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান বাসের হেলপার মোস্তফা। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।