English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৬ ১৮:১১

সীতাকুন্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সীতাকুন্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামার মৃত্যু

ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৫৪ বছর। শুক্রবার সকাল ৮টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির গামারীতলা আবুল খায়ের স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী জানান, অজ্ঞাত এ ব্যক্তি দুই রেল লাইনের মাঝ দিয়ে হাঁটছিলেন। এসময় হঠ্যাৎ উভয় দিক থেকে দুটি ট্রেন চলে আসে। ফলে নিরাপদ স্থানে যাবার আগেই একটি ট্রেনের ধাক্কা খান। এবং ঘটনাস্থলেই নিহত হন তিনি।

কুমিরা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, রেললাইনে মাঝখানেই লাশটি পড়েছিল। নিহত ব্যক্তির মাথাসহ পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। হয়তো ট্রেনের ধাক্কায় মারা গেছে। তার কোনো পরিচয় আমরা পায়নি। লাশটি উদ্ধার করে জিআরপি থানা নিয়ে যাওয়া হয়েছে।