English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৬ ১৭:৫১

মাদক সেবনে বাধা দেয়ায় হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
মাদক সেবনে বাধা দেয়ায় হত্যার চেষ্টা

মাদক সেবনে বাধা দেওয়ায় মোঃ নান্নু মিয়া (৩০) নামে এক রং মিস্ত্রিকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে মাদকাসক্ত মোমিন (৩৫)। আহত নান্নু এখন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।

আশুলিয়ার শ্রীপুর এলাকায় চন্দ্রিমা সিনেমা হলের সামনে শুক্রবার সকাল ১১.৩০টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১.৩০ টার দিকে রং মিস্ত্রী নান্নু মিয়া চন্দ্রিমা সিনেমা হলের সামনে মাদক সেবনসহ ছিনতাইয়ের কাজে বাধা প্রদান করেন। এই ঘটনাকে কেন্দ্র করে মাদকাসক্ত মোমিনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় নান্নু মিয়ার। এক পর্যায়ে মোমিন তার কাছে থাকা রামদা দিয়ে নান্নু মিয়ার গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসীরা এগিয়ে এসে রং মিস্ত্রি নান্নু মিয়াকে উদ্ধার করে। এবং আহত নান্নুকে স্থানীয় নাগরিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নান্নু মিয়াকে পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নান্নু এখন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হেনা মোস্তফা রেজা বলেন, ‘মাদকাসক্ত মোমিন পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এলাকাবাসীরা জানান, হত্যাচেষ্টায় ব্যবহৃত একটি রামদা ও স্টিলের পাইপসহ মাদকসক্ত যুবক মোমিনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আহত নান্নু মিয়া সিরাজগঞ্জের শুভগাছা গ্রামের আজাহার আলীর ছেলে। এই রং মিস্ত্রী শ্রীপুর হাসান কলোনির ভাড়া থাকেন।