English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৬ ১৭:২৮

অর্থ আত্মসাতের অভিযোগে সাভারে অধ্যক্ষ আটক

নিজস্ব প্রতিবেদক
অর্থ আত্মসাতের অভিযোগে সাভারে অধ্যক্ষ আটক

প্রতারণসহ অর্থ আত্মসাতের অভিযোগে সাভারের অ্যালাইন্ড ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুর আলম সিদ্দিকি রবিউলকে (৩৫) আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সাভারে ব্যাংক কলোনি মহল্লার এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানায়, সাভারের ব্যাংক কলোনি এলাকায় নুর আলম সিদ্দিকি রবিউল ও আজাদ নামে দুই বন্ধু অ্যালাইন্ড ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ গড়ে তোলেন। দুই বন্ধু মিলে স্কুলটি পরিচালনার সময় দুর্নীতি করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন অধ্যক্ষ নুর আলম সিদ্দিকি রবিউল। বিষয়টি টের পেয়ে আদালতে টাকা আত্মসাতের মামলা করেন বন্ধু আজাদ। এ মামলায় অধ্যক্ষ নুর আলম সিদ্দিকি রবিউলকে আটক করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, প্রতারণাসহ অর্থ আত্মসাতের অভিযোগে অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকি রবিউলকে আটক করা হয়। এবং এখন তিনি সাভার মডেল থানা পুলিশ হেফাজতে আছেন।