English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৬ ২১:৩২

যৌতুক না পেয়ে বধূকে খুন্তির ছ্যাঁকা

নিজস্ব প্রতিবেদক
যৌতুক না পেয়ে বধূকে খুন্তির ছ্যাঁকা

যৌতুকের টাকা না পেয়ে রেখা বেগম (৩০) নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লার মনোহরগঞ্জে মানরা গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর মা মঞ্জুমা বেগম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মঞ্জুমা বেগম জানান, গত সোমবার দুপুরে মেয়ে রেখা বেগমের কাছে ২০ হাজার টাকা দাবি করে তাঁর স্বামী লোকমান হোসেন। রেখা বেগম তার পিতার অস্বচ্ছলতার কথা চিন্তা করে স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকার করেন।

এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় স্বামী লোকমানসহ তার স্বজনরা ওই গৃহবধূর হাত-পা বেধে তাকে বেদম মারধর করে। এক পর্যায়ে চুলা থেকে গরম করে আনা খুন্তি দিয়ে রেখার মুখে ও শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দেয়। এতে ওই গৃহবধূর মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র ভট্ট জানান, মেয়েকে আটক করে রাখা হয়েছে বলে ওই গৃহবধূর মা অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে।