English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৬ ২০:৫৯

আগামীকাল থেকে শুরু ইজতেমা

নিজস্ব প্রতিবেদক
আগামীকাল থেকে শুরু ইজতেমা

আগামীকাল থেকে শুরু ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে ইজতেমা ময়দান। দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন ইজতেমা মাঠে।

আগামী ১০ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।  এরপর চার দিন বিরতি দিয়ে দুই পর্বের এ ইজতেমার শুরু হবে আগামি ১৫ জানুয়ারি। প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় অংশ নিতে টঙ্গির তুরাগ তীরে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ময়দানের ১৬০ একর জমির উপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের খুঁটিতে নম্বরপ্লেট, খিত্তা নম্বর, জুড়নেওয়ালি জামাতের কামরা, তাশকিল কামরা, হালকা নম্বর বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আল্লাহর সন্তুষ্টির জন্যই এই জমায়তে যোগদান দেবেন মুসল্লিরা।

ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে ১৮টি পথ। অবাধ প্রবেশ নিশ্চিত করতে তুরাগ নদে ৮টি ভাসমান সেতুর ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য নানা স্থানে তৈরি করা হয়েছে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার, বসানো হয়েছে সিসি ক্যামেরা। প্রথম পর্বে ১৭টি জেলার মুসল্লিরা ২৭টি খিত্তায় অবস্থান করবেন। দুই পর্বের ইজতেমায় প্রায় ৩৫ লাখ মুসল্লির সমাগম হবে বলে মনে করছেন আয়োজকরা।