English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৬ ২০:২৩

পিরোজপুরে তুলার গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরে তুলার গোডাউনে আগুন

পিরোজপুরে জেলায় ভাণ্ডারিয়ায় দুপুরে দুইটি তুলার গোডাউনে আগুন লাগে। এতে অধিকাংশ তুলাসহ অন্যান্য উপকরণ পুড়ে যায়। এসময়ে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার তিনটার দিকে ভাণ্ডারিয়া উপজেলার ভুবেনশ্বর ব্রিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শট সার্কিটের কারণে ব্যবসায়ী ওবায়দুর রহমান আরিফের তুলার গোডাউনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই তার আরো একটি তুলার গোডাউনেও আগুন লেগে গেলে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।

পরে পিরোজপুর ও পাশের জেলা ঝালকাঠি থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দু’টি গোডাউনে থাকা অধিকাংশ তুলা ও অন্যান্য উপকরণ পুড়ে যায়। তবে ক্ষতিক্ষতির পরিমান এখন জানা যায়নি।