English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৬ ১৪:৩০

চাঁদপুরে ট্রেনে হাতবোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে ট্রেনে হাতবোমা নিক্ষেপ

জামায়াতের হরতালের আগের রাতে চাঁদপুরে ট্রেনে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

বুধবার রাত ৯টার দিকে শাহরাস্তি উপজেলার উনকিলা এলাকায় মেঘনা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।ট্রেনটির চালক মো. সাহাবুদ্দিন বলেন, লাকসাম থেকে ছেড়ে আসা ‘আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস’ রাত ৯টার দিকে শাহরাস্তির উনকিলা এলাকায় ১৫ নম্বর ব্রিজ অতিক্রমকালে দুর্বৃত্তরা হাতবোমা নিক্ষেপ করে। এ সময় ট্রেনের ইঞ্জিনের পাশের টেবিলে আগুন ধরে গেলেও তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়।

রেলওয়ের চাঁদপুর স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

চাঁদপুর রেলওয়ে থানার ওসি মো. ওসমান গনি বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে কেউ হতাহত হয়নি।”

মানবতাবিরোধী অপরাধের দায়ে আপীল বিভাগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমানের মৃত্যুদণ্ড বহালের রায় ঘোষণার পর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।