English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ২১:৪৯
ইজতেমার যাত্রীদের

ফ্রি সেবা দিবে ডিবজলের ১৯৫টি বাস

নিজস্ব প্রতিবেদক
ফ্রি সেবা দিবে ডিবজলের ১৯৫টি বাস

বিশ্ব ইজতেমার যাত্রীদের নিরাপদে আসা-যাওয়ার জন্য ডিপজল এন্টারপ্রাইজের ১৯৫টি বাস ফ্রি সেবা দেবে। এই বাসগুলো দেশের ৩৯টি জেলায় চলাচল করবে।

বুধবার দ্যাঢাকাপোস্ট.কমকে বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এই বিয়য়টি নিশ্চিত করেন।

ডিপজল বলেন, ‘আমি যেটা করছি সেটা আমার ভাগ্যে ছিল। অনেক মানুষের অনেক কিছুই আছে, কিন্তু মানুষের জন্য কিছু করা হয় না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি আমার নিজস্ব প্রতিষ্ঠানের ১৯৫টি বাসের মাধ্যমে দেশের ৩৯টি জেলায় ফ্রি সার্ভিস দিতে পারছি।

তিনি আরো জানান, ‘অাগামি বৃহস্পতিবার থেকে বিভিন্ন জেলা শহর থেকে মুসল্লিদের আনা শুরু হবে। এবং রোববার আখেরি মোনাজাতের পর আবার সবাইকে নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়া হবে। প্রতিবছরই ইচ্ছা থাকে ইজতেমায় গিয়ে লাখো মুসল্লির সাথে সময় কাটাব।

আমি শুনেছি সেখানে গেলে মানুষের মন পরিবর্তন হয়। এই বছর ইনশাল্লাহ্ অবশ্যই যাব। এবং সবার সাথে দুদিন সময় কাটাব। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতটি আমাদের দেশে হয়। যে কারণে আমরাও বিভিন্নভাবে এই জমায়েতের জন্য কাজ করতে পারছি।’