English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ১৯:১৫

চিনি শিল্প রক্ষার্থে আখ রোপণ আহবান

নিজস্ব প্রতিবেদক
চিনি শিল্প রক্ষার্থে আখ রোপণ আহবান

চিনি শিল্পে ধীরে ধীরে অবনতি হচ্ছে। তাই এই শিল্পকে রক্ষা করতে বেশি করে আখ রোপণের কোন বিকল্প নেই বলে মনে করেন এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি।

জয়পুরহাটে জাত ভিত্তিক বীজ আখ খামারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চিনি শিল্পকে রক্ষা করতে বেশি করে আখ রোপণের কোন বিকল্প নেই উল্লেখ করে এ্যাডভোকেট সামছুল আলম দুদু বলেন, চিনি শিল্পের একমাত্র উপাদান আখ। পতিত জমিতে বেশি করে আখ রোপনের জন্য কৃষকদের প্রতি আহবান জানান তিনি।

এদিকে, জয়পুরহাট চিনিকলের অধিন চলতি ২০১৫-১৬ আখ রোপন মৌসুমে ১৪ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম।

পাঁচবিবি মিল চত্বরে জাত ভিত্তিক বীজ আখ খামারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আখ চাষি মীর রেজাউল করিমের সভাপতিত্ব করেন। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক , পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ।