English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১৬:৪২

কুপিয়ে, গুলি করে ২৮ লাখ টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক
কুপিয়ে, গুলি করে ২৮ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির গাড়ির গতিরোধ করে গুলি ও ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে ২৮ লাখ ৪৭ হাজার ছিনতাই করেছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের ফতুল্লার কাশীপুর দেওয়ান বাড়ি এলাকাতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গাড়ি চালক রজ্জব আলী (৪৮) গুলিবিদ্ধ হয়েছেন। অপর দুইজন নিরাপত্তা প্রহরী আবুল বাশার (৪৫) ও অ্যাকাউন্ট অফিসার রমিজউদ্দিন(৪০) ধারালো অস্ত্রেরকোপে আহত হয়েছেন।

আহতরা জানান, দুপুরে তারা গাড়িতে করে ফতুল্লায় সোশ্যাল ইসলামি ব্যাংক শাখা থেকে ২৮ লাখ ৪৭ হাজার টাকা উত্তোলন করে তাদের কোম্পানির নিজস্ব হাই এস গাড়িতে করে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন। পথে দু’টিমোটরসাইকেলে করে ৪/৫ জন ছিনতাইকারী তাদের গাড়ির গতিরোধ করার চেষ্টা করে। বাধা দিলে গাড়িচালক রজ্জব আলীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ছিনতাইকারীরা। এরপর গাড়ি থেমে গেলে অপর দুজনকে কুপিয়ে জখম করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আহতদের নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানারভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।