English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১৫:৫৪

চট্রগ্রামে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
চট্রগ্রামে বিজিবি মোতায়েন

দেশের বড় দুই দলের সংঘর্ষ আশঙ্কা ও জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রামে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে বিজিবি মোতায়েন হয়। বিজিবি সূত্রে এ তথ্য জানিয়েছে।

সূ্এ মতে,  পাঁচ জানুয়ারি সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে দেশের বড় দুই দলের সংঘর্ষ আশঙ্কা রয়েছে। সাথে রয়েছেন যুদ্ধাপরাধ মামলার আসামি মতিউর রহমান নিজামীর বিচার রায়। এই দুই ইস্যুকে কেন্দ্র করে দেশের পরিবেশ ঘোলা হবার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তারা। এরই ধারাবাহিকতায় এ দুই ইস্যুকে মাথায় নিয়ে য়েকোন অপ্রীতিকর ঘটনা, নাশকতা ও সহিংসতা এড়াতে চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবি’র দক্ষিণ-পূর্ব অঞ্চলের পরিচালক (অপারেশন) লে.কর্নেল এ আর এম নাসির উদ্দিন একরাম বলেন, চট্টগ্রামের আটটি পৌরসভা এবং নগরী মিলিয়ে আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। ৫ জানুয়ারি ভোর থেকে তারা বিভিন্ন এলাকা অবস্থান করছে। ৬ জানুয়ারিও তারা দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, গণতন্ত্র হত্যা দিবস পালনের নামে নাশকতা ঠেকাতে এবং নিজামীর রায়ের পর যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিজিবি মোতায়েন করা হয়।

২৮ ব্যাটেলিয়ন বিজিবি’র কমান্ডিং অফিসার লে.কর্নেল এমারত হোসেন বলেন, ২৮ ব্যাটেলিয়ন থেকে নগরীতে দুই প্লাটুন এবং সীতাকুণ্ড ও বাঁশখালীকে এক প্লাটুন করে মোট চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।