English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ২০:৩৪

কুমিল্লায় এলপি গ্যাস কারখানায় চারজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় এলপি গ্যাস কারখানায় চারজন দগ্ধ

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিভার্সেল এলপি গ্যাস কারখানায় অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়া জানান, ইউনিভার্সেল এলপি গ্যাস বোতলে রিফিল করার সময় সোমবার বিকাল প্রায় ৪.৪৫ টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি ভয়াবহ দেখে ফেনী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দিলে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর সন্ধ্যা পৌনে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে কারখানায় ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দগ্ধদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।