English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ১৮:০২

ভূমিকম্পে বাঘ-হরিণ একত্রে

নিজস্ব প্রতিবেদক
ভূমিকম্পে বাঘ-হরিণ একত্রে

আজ ভোরের ভূমিকম্পে নাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ভূমিকম্পের আতঙ্গ এখন সব পেশাজীবি জনগনের মনে। শুধু মানুষ নয় ভূমিকম্পে পশুদের ওপর প্রভাব পড়েছে। এসময় ভূমিকম্পের আতঙ্গে সুন্দরবনের বাঘ-হরিণ একত্রে থেকেছে। অবশ্য অন্য প্রাণীরাও একত্রে ছিল। এসময়ে এসব প্রানীরা নদী-খালে আশ্রয় নিতে দেখা গেছে।

সোমবার সকালে সুন্দরবনে থাকা জেলে ও ভ্রমনপ্রেমিকরা মুঠোফোনে এসব তথ্য দেন।   তারা জানান, ভূমিকম্পের সময় সুন্দরবনের কয়েকটি বাঘ, হরিণসহ বন্য প্রাণীরা নদী-খালে আশ্রয় নিতে দেখা গেছে। এসময়ে ঘন কুয়াশা ছিল। অবশ্য ঘন কুয়াশা কাটার সাথে সাথে তারা সুন্দরবনে ফিরে যায়।

ঢাকা চিড়িয়াখানার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,  ভূমিকম্পের পরে ঢাকার চিড়িয়াথানার অধিকাংশ জলহস্তি পানি কাছাকাছি জায়গায় ছিল। সকাল বেলায় বাঘরা খাচার বাইরে ছিল। আর অন্যান্য প্রানীরা আজ পূর্বের চেয়ে বেশি শব্দ করেছে। 

অবশ্য ভূমিকম্পে সুন্দরবনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এবং ভুমিকম্পে সুন্দরবনে মানুষদের কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

সোমবার ভোরে সারা দেশে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক।