English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ১৯:০৩

পুটখালি থেকে এক’শ বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক
পুটখালি থেকে এক’শ বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি

যশোরের পুটখালি সীমান্ত থেকে এক’শত ভারতীয় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পুটখালির চরের মাঠ এলাকা থেকে রবিবার সকালে কচ্ছপের চালানটি জব্দ করা হয়। এগুলো ভারত থেকে চোরাই পথে পাচার করে আনা হচ্ছিল। তবে এসময়ে কচ্ছপ পাচার জড়িতদের আটক করতে পারেনি বিজিবি।

পুটখালি ক্যাম্পের সুবেদার কৃষ্ণ জানায়, ভারত হতে সীমান্ত পথে পাচারকারীরা ‘ইন্ডিয়ান পয়েন্ট ট্রাটোল’ নামের কচ্ছপের একটি চালান ইছামতি নদী পার করে বাংলাদেশে প্রবেশ করবে। এ ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালির চরের মাঠ এলাকায় অভিযান চালালে চোরাকারবারীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তাগুলো ক্যাম্পে এনে তল্লাশি করলে তার মধ্যে ১০০টি ‘ইন্ডিয়ান পয়েন্ট ট্রাটোল’ নামের বড় কচ্ছপ উদ্ধার করা হয়।

কচ্ছপগুলো পরে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা (জেডব্লিউএস) অনিল কুমারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।