English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ১৬:২১

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে সকাল ৯টার দিকে ট্রেনের নিচে কাটা পড়ে গাজী রহমান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি বারহাট্টা উপজেলার গোড়াউন্দ গ্রামে। নেত্রকোনার জেলার বারহাট্টা উপজেলার অতিতপুর নামক স্থানে রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজী হোসেন রেললাইন পার হওয়ার সময় পা পিছলে লাইনের ওপর পড়েন। এ সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।