English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ১৪:৫৭

বাগেরহাটে মাসব্যাপী মাদকবিরোধী অভিযানের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মাসব্যাপী মাদকবিরোধী অভিযানের উদ্বোধন

মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বা‌গেরহাটে মাসব্যাপী মাদক বিরাধী অভিযান ও গণসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়ছে।রোববার বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা।

বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার  নিজামুল হক মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজমুল হক, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়াত উল্লাহ্ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের করাল গ্রাসে আজ যুব সমাজ ধংসের মুখে । সমাজের সর্বস্তরে মাদক দ্রব্য ছড়িয়ে পড়ায় প্রতিটি পরিবারের কাছে মাদক এখন আতঙ্কের নাম। তাই মাদক নিয়ন্ত্রনে ব্যাক্তি, পরিবার, সমাজ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে একসঙ্গে কাজ করতে হবে।  প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মাদক প্রতিরোধে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, একসঙ্গে রুখে দাঁড়ালে মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করা সম্ভব। জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের  উদ্যোগ এই অনুষ্ঠানের আয়াজন করা হয়।