English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৬ ১০:৫২

রাজশাহীতে বাসের ধাক্কায় ৩ জন নিহত

রাজশাহীতে বাসের ধাক্কায় ৩ জন নিহত

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীতে রেলগেট এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল-আরোহী তিন জনের মৃত্যু হয়েছে । নিহতরা হলেন- মহানগরীর মালদা কলোনি এলাকার মোটরমিস্ত্রি বাচ্চু (৪৫), তার সহকারী এরশাদ (৩৫) ও আদু (৪০)। পুলিশের বরাতে জানা যায়,  নওগাঁ থেকে রাজশাহীমুখী একটি বাস নগরীর প্রবেশমুখে স্টেডিয়াম মার্কেটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটারসাইকেলচালক বাচ্চুর মৃত্যু হয়। স্থানীয়রা বাকী দুই আরোহীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।