English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৫ ১৮:১০

যুদ্ধাপরাধীর চরিত্রে অভিনয় করা শিল্পীকে জুতা নিক্ষেপ

আহমেদ তানভীর, কিশোরগঞ্জ প্রতিনিধি
যুদ্ধাপরাধীর চরিত্রে অভিনয় করা শিল্পীকে  জুতা নিক্ষেপ

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'প্রমথন' মঞ্চস্থ করা হয়। নাটকটি মঞ্চস্থ করেন ‘একতা নাট্য গোষ্ঠী’।

১৬ ডিসেম্বর সন্ধ্যায় নাটক চলাকালে পাক মেজর ও রাজাকার চরিত্রের অভিনয়শিল্পীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে কতিপয় দর্শক।  জেলা শিল্পকলা একাডেমির দর্শক গ্যালারি থেকে এ সময় এক তরুণকে আটক করে প্রশাসন। জিজ্ঞাসাবাদের সময় সে যুদ্ধাপরাধীদের প্রতি তীব্র ঘৃণাবোধ থেকে জুতা নিক্ষেপ করেছে বলে স্বীকার করে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে একতা নাট্য গোষ্ঠীর পরিচালক ও নাট্য নির্দেশক মানস কর বলেন, আমরা চাই আমাদের নাটকের মাধ্যমে সবার মাঝে স্বদেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধের চেতনা, মানবতাবোধ ও সত্য-সুন্দরের মনোভাব জাগ্রত হোক; তবে কোনো প্রকার বিশৃঙ্খলা বা সীমা লঙ্ঘন আমাদের কাম্য নয়।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম