English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৫ ২০:০৪

ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় দুই মামলা

টিডিপি ডেস্ক
ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় দুই মামলা

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় চকবাজার থানায় আলাদা দুটি মামলা করেছে পুলিশ। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে ১৩৪ জনকে আসামি করা হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজ উদ্দিন জানান, বুধবার সকালে সংঘর্ষের পর ছাত্রাবাসে তল্লাশিতে ৪টি কিরিচ, ৩টি গুলির খোসা, ৬টি হকিস্টিক উদ্ধার করে পুলিশ। আটক করা হয় ৭১ জনকে।

এদিকে সংঘর্ষের পর চট্টগ্রাম কলেজের চারটি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রাতে একাডেমিক কমিটির বৈঠক শেষে পাশের মহসিন কলেজের শিবির নিয়ন্ত্রিত দুইটি ছাত্রাবাসও বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ।

বিডিটাইমস৩৬৫ডটকম/শুভ