English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৫ ১৮:২৬

বিজয় দিবসে গাজীপুরে ফুটবল টুর্ণামেন্ট

টিডিপি ডেস্ক
বিজয় দিবসে গাজীপুরে ফুটবল টুর্ণামেন্ট

মহান বিজয় দিবস উপলক্ষ্যে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে মরহুম আবেদ আলী স্মৃতি ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট-২০১৫।

১৬ ডিসেম্বর বিকেল তিনটায় গাজীপুর সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের জোলারপাড় পূর্বপাড়া খেলার মাঠে ফাইনালে মুখোমুখি হয় গাজীপুর ফুটবল ট্রেনিং সেন্টার বনাম জোলারপাড় একাদশ। জোলারপাড় একাদশকে ২-১ গোলে পরাজিত করে ট্রফি জিতে নেয় গাজীপুর ফুটবল ট্রেনিং সেন্টার।

    

প্রধান অতিথি ছিলেন ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম ফারুক আহম্মেদ, সম্মানিত অতিথি ১৯, ২০, ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর পারভীন আক্তার, সভাপতিত্ব করেন এড: আব্দুল হালিম সরকার। অনুষ্ঠানটি উদ্ধোধন করেন মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, গাজীপুর লিংকন কলেজের প্রতিষ্ঠাতা এস এম জহিরুল ইসলাম সবুজ, জোলারপাড় প্রাইম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মো. বিল্লাল হোসেন, আব্দুর রাজ্জাক সরকার, ইসমাইল হোসেন, শাহজাহান মন্ডল, মিয়া মোহাম্মদ আজিজুল হাকিম প্রমুখ। সার্বিক তত্তবধানে ছিলেন সুমন সরকার ও আব্দুল কাদির।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম