English Version
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৫ ১২:২১

দুর্বৃত্তের বোমায় কাঁপল কান্তজির মন্দির!

অনলাইন ডেস্ক
দুর্বৃত্তের বোমায় কাঁপল কান্তজির মন্দির!

রাত পৌনে ১টা। দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজির মন্দিরে চলছে রাসমেলা। উৎসবের আমেজ ছিল ভরপুর। মুহুর্তেই ভয়াল রুপ নিল মন্দির এলাকা। জনমনে ছড়িয়ে গেল আতঙ্ক। ছোটাছোটি আর জান বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল নানা মানুষ।

শনিবার মন্দিরের বাইরে ‘ভোলানাথ অপেরা যাত্রাপালা’র সামিয়ানায় পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। আহত হয়েছেন নয়জন। আহতদের মধ্যে ছয়জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতবোমার স্প্লিন্টারে আহতদের মধ্যে মিন্টু (৩০)ও সাইদুর (২৫) ছাড়া যে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন, তারা হলেন- সাধন (৩৫), জব্বার (২৬), মোসাদ্দেক (২৩) ও উমাকান্ত (২২)।

বোমায় আহত মিন্টু ও সাইদুর বলেন, যাত্রা চলার একপর্যায়ে পেছন থেকে ছোড়া কে বা কারা পর পর তিনটি ককটেল ছুড়ে মারে। এতে যারা সামনে বসা ছিল, তারাই জখম হয়েছেন।

কাহারোল থানার ওসি আব্দুল মজিদ সূত্রে খবর, সেখানে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। দুর্বৃত্তদের সন্ধানে পুলিশ অভিযানে নেমেছে। ঘটনায় চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নাম প্রকাশ করা হয়নি।

হামলায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বিডিটাইমস৩৬৫ডটকম/জামা