English Version
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪ ১৫:২২

সপ্তাহে একদিন রেপোতে ধার পাবে ব্যাংকগুলো

নিজস্ব প্রতিবেদক
সপ্তাহে একদিন রেপোতে ধার পাবে ব্যাংকগুলো

রেপোর মাধ্যমে ব্যাংকগুলোর অর্থ ধার করার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে কেবল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপোতে টাকা ধার করতে পারবে ব্যাংকগুলো।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিদ্যমান মুদ্রানীতি কাঠামো অনুযায়ী, সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য পরিচালিত খোলা বাজার কার্যক্রম অধিকতর কার্যকর করার লক্ষ্যে রেপো নিলামে এই সংশোধন আনা হয়েছে। বর্তমানে প্রচলিত সপ্তাহে দুই দিন রেপো নিলামের পরিবর্তে একদিন মঙ্গলবার ও মঙ্গলবার সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ৭ দিন, ১৪ দিন ও ২৮ দিন মেয়াদি রেপো নিলাম অনুষ্ঠিত হবে। তবে নগদ জমা সংরক্ষণের (সিআরআর) স্বার্থে রিজার্ভ মেইনটেন্যান্সের সময়কালের (আরএমপি) দিনে ওভারনাইট রেপো নিলামের সুযোগ থাকবে। এছাড়া দৈনিক ভিত্তিতে স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুবিধা অব্যাহত থাকবে। এ নির্দেশনা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে জানিয়ে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দিন (১ জুলাই) থেকে দেশের মুদ্রাবাজারকে শক্তিশালী করতে এবং মুদ্রা ব্যবস্থাপনার উন্নতির জন্য কেন্দ্রীয় ব্যাংক দৈনিক রেপোতে টাকা ধার দেয়া বন্ধ রাখে। এর পরিবর্তে, প্রতি সপ্তাহে দুই দিন – সোম ও বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোকে রেপোতে টাকা ধার দেয়া হতো।