English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৩ ১৮:০৮

ইউনিয়ন ব্যাংকের শিবচর শাখা শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক
ইউনিয়ন ব্যাংকের শিবচর শাখা শুভ উদ্বোধন

বিজনেস আওয়ার প্রতিবেদক : শরীয়াহ্ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে মাদারীপুরে ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর শিবচর শাখা উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবচর শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, ভাইস চেয়ারম্যান বি. এম. আতাউর রহমান আতাহার, শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, শিবচর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার এবং শিবচর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং মাদারীপুরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।