দাম কমলে নানা অজুহাত, বাড়ে কিন্তু সঙ্গে সঙ্গে

দেশে কোনো পণ্যের দাম কমলে নানা অজুহাতে সেটা কমাতে চান না ব্যবসায়ীরা।কেউ বলেন, আগের কেনা, নতুন চালানা না আসা পর্যন্ত দাম কমানো যাবে না, লস দেবো নাকি, নানান ধরণের কথা। অথচ দাম বাড়লে সঙ্গে সঙ্গে তা বাড়িয়ে দেয়া হয়। অনেক ক্ষেত্রে ঘোষণার আগেও বেড়ে যায়!এই ভেলকিবাজির কোনো সমাধান কী নেই?
বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় সরকার গত ১৭ জুলাই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করে দেয়। আর ২ লিটারের বোতলের সয়াবিন তেলের দাম ৩৯৮ টাকা থেকে কমিয়ে করা হয় ৩৭০ টাকা এবং ৫ লিটারের বোতল ৯৮০ টাকা থেকে কমিয়ে আনা হয় ৯১০ টাকায়।
সরকার নির্ধারিত এ দাম ১৮ জুলাই থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। তবে এর তিনদিন পর নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রির ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটির ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (২১ জুলাই) থেকেই বাজারে নতুন দামের তেল পাওয়ার কথা।
তবে শুক্রবার (২২ জুলাই) সকালে রাজধানীর বেশিরভাগ দোকানে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল মিলছে না।
রামপুরার এক ব্যবসায়ী একটি গণমাধ্যমকে বলেন, গতকাল রূপচাঁদার নতুন বোতলের তেল এসেছে। এক লিটারের বোতলে দাম উল্লেখ আছে ১৯৯ টাকা আর পাঁচ লিটারের বোতলে ৯৮০ টাকা। তবে আমরা এক লিটার ১৯৫ টাকা এবং পাঁচ লিটার ৯৬০ টাকায় বিক্রি করছি।
সংবাদ মতে, ওই ব্যবসায়ীর দোকানে থাকা বোতলে উল্লেখ করা মূল্যের পাশে উৎপাদনের তারিখ দেখা যায় ৭ জুলাই। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, উৎপাদনের পর তেল বাজারে আসতে ১০-১৫ দিন লেগে যায়। কোম্পানির লোক গতকালই (বৃহস্পতিবার) আমাদের এ তেল দিয়ে গেছে।
সরকার নির্ধারিত দামে তেল বিক্রি না হওয়ার কারণ হিসেবে মালিবাগের ব্যবসায়ী সিয়াম সাংবাদিকদের বলেন, পাইকারিতে খোলা সয়াবিন তেলের দাম এখনো কমেনি। আমরা বেশি দামে তেল কিনে এখন কম দামে কিভাবে বিক্রি করবো। লোকসান দিয়ে তো ব্যবসা করা যাবে না। পাইকারিতে যে দামে কিনেছি, কেউ চাইলে তার রশিদ দেখিয়ে দিতে পারবো।
নিউমার্কেট বাজারে তেল কিনতে সজিব স্টোরে দাম জিজ্ঞেস করায় দোকানি প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২০০ টাকা করে বিক্রি করছেন বলে উল্লেখ করেছে অন্য একটি গণমাধ্যম।
নতুন দামে বিক্রি করছেন না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের কেনা তেল এখনও শেষ হয়নি। এজন্য আগের দামেই বিক্রি করছি।
পাশেই সৌরভ স্টোর নামে দোকানে সয়াবিন তেলের দাম জিজ্ঞেস করলে তিনি জানান ১৯০ টাকা দরে বিক্রি করছেন।
এ দোকানি সরকার নির্ধারিত দামে কেন বিক্রি করছেন না-এমন প্রশ্নে বলেন, অন্যদের চেয়ে কমে বিক্রি করছি লস হচ্ছে তারপরও। কারণ কমে বিক্রি না করলে মজুদ শেষ হবে না।
তবে কারওয়ান বাজারে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে বলে জানিয়েছে আরেকটি গণমাধ্যম।কারওয়ান বাজারের আল্লাহর দান জেনারেল স্টোরের স্বত্বাধিকারী ওমর ফারুকের সাংবাদিকদের বলেন, ‘প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল আমরা ১৮৫ টাকায় বিক্রি করছি। এ ছাড়া ২ লিটার ৩৭০ টাকা, ৩ লিটার ৫৫৫ টাকা এবং ৫ লিটারের বোতল ৯১০ টাকায় বিক্রি করছি।’
তিনি বলেন, ‘শুধু গতকাল থেকে নয়, গত কয়েক দিন থেকেই আমরা লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে কাস্টমারদের তেল দিচ্ছি।’
শাহ মিরান স্টোরের মামুন বলেন, ‘অল্প কিছু তেল বিক্রি করি। তার পরেও প্রতি পাঁচ লিটারের বোতল ৯১০ টাকায় বিক্রির কথা বলা হলেও আমি বিক্রি করছি ৯০০ টাকায়।’
নতুন নির্ধারণ করা দামের চেয়েও কিছুটা কমে তেল বিক্রি করছেন বলে দাবি করেন হাজি স্টোরের কামাল গাজী। তিনি বলেন, ‘আমরা কয়েক দিন থেকেই কম দামে তেল বিক্রি করছি; বরং নির্ধারিত দামের চেয়ে আরও দুই-এক টাকা কমেই দিচ্ছি।’