English Version
আপডেট : ৯ জুন, ২০২২ ১৩:০২

বাজেট ব্রিফকেস হাতে সংসদে অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
বাজেট ব্রিফকেস হাতে সংসদে অর্থমন্ত্রী

সংকট কাটিয়ে উন্নয়নে ফেরার বাজেট পেশ করতে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে পৌঁছান বলে নিশ্চিত করেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

লালরঙা ব্রিফকেস হাতে সংসদে ঢোকেন অর্থমন্ত্রী।

সংসদ অধিবেশন শুরু হবে বেলা ৩টায়। সেখানেই অর্থমন্ত্রী পেশ করবেন ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার নতুন বাজেট।

অর্থমন্ত্রী এবার তার বাজেটের শিরোনাম দিয়েছেন ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।

বাজেট পেশের আগে শুরু হয়েছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বৈঠক থেকে বাজেট অনুমোদ দেয়া হলে তা সংসদে পেশ করবেন আ হ ম মুস্তফা কামাল।

কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন চেষ্টার এই বাজেটে মূল নজর সক্ষমতার উন্নয়নে। মূল লক্ষ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক ঝুঁকি থেকে দেশের অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ থেকে জনজীবনে স্বস্তি ফেরানোও বাজেটের অন্যতম লক্ষ্য।