English Version
আপডেট : ২ নভেম্বর, ২০২১ ১১:৩০

পতনের মাসেও শেয়ারবাজারে বিনিয়োগকারী বেড়েছে ১১ হাজার

অনলাইন ডেস্ক
পতনের মাসেও শেয়ারবাজারে বিনিয়োগকারী বেড়েছে ১১ হাজার

সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে মোট ২০ কার্যদিবস লেনদেন হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। এর মধ্যে ১১ কার্যদিবসই পতনের লেনদেন হয়েছে। যার ফলে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩শ' পয়েন্টের বেশি আর চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮শ' ৫০ পয়েন্টেরও বেশি। তবে মাসজুড়ে শেয়ারবাজারে বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে প্রায় ১১ হাজার।

সোনালীনিউজের বাজার বিশ্লেষণে দেখা যায়, অক্টোবর মাসে প্রথম লেনদেন হয় ৩ অক্টোবর। ওইদিন লেনদেন শুরুর আগে ডিএসইর প্রধান সূচক ছিলো ৭ হাজার ৩৫৬ পয়েন্টে। সেখান থেকে মাসের শেষ কার্যদিবস ৩১ অক্টোবর লেনদেন শেষে সূচকটি কমে দাঁড়িয়েছে ৭ হাজার পয়েন্টে। সে হিসেবে মাসজুড়ে সূচকটি কমেছে ৩৫৬ পয়েন্ট।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এসময়ের মধ্যে ২১ হাজার ৩৩৭ পয়েন্ট থেকে কমে ২০ হাজার ৪৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। মাসজুড়ে সূচকটি কমেছে ৮৫৭ পয়েন্ট।

এদিকে অক্টোবর মাসজুড়ে শেয়ারবাজারে পতন হলেও বিনিয়োগকারী বা বিও হিসাবধারীর সংখ্যা বেড়েছে ১০ হাজার ৭৬৪ জন।  ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারবাজারে বিও হিসাবধারীর সংখ্যা ছিলো ১৯ লাখ ৯৯ হাজার ৭৩৬ জন। সেখান থেকে বেড়ে ৩১ অক্টোবর এসে দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ৫শ' জনে।

সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্যমতে, অক্টোবরে দেশি হিসেবধারীর সংখ্যা বেড়েছে ১০ হাজার ৫৪১ জন। এই সংখ্যা ৩০ সেপ্টেম্বর ছিলো ১৮ লাখ ৯৪ হাজার ৩৩২ জন। যা ৩১ অক্টোবর শেষে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪ হাজার ৮৭৩ জনে।   

আর অক্টোবর মাসে প্রবাসী বিনিয়োগকারী বেড়েছে মাত্র ২৫ জন। ৩০ সেপ্টেম্বর মোট বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা ছিলো ৯০ হাজার ৪৮৩ জন। সেখান থেকে ৩১ অক্টোবর শেষে বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৫০৮ জনে।

৩০ সেপ্টেম্বর দেশের শেয়ারবাজারে ব্যাক্তি শ্রেণীর বিও হিসাবধরীর সংখ্যা ছিলো ১৩ লাখ ৪৯ হাজার ৮৩৩ জন।  যা ৩১ অক্টোবর শেষে দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৮ হাজার ৩৫৫ জনে।  সে হিসেবে অক্টোবর মাসজুড়ে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৮ হাজার ৫২২ জন।

আর অক্টোবর মাসজুড়ে যৌথ বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ২ হাজার ৪৪ জন। ৩১ অক্টোবর শেষে শেয়ারবাজারে যৌথ বিনিয়োগকারী দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ২৬ জন। যা ৩০ সেপ্টেম্বর শেষে ছিলো ৬ লাখ ৩৪ হাজার ৯৮২ জন। 

আর ৩১ অক্টোবর শেষে শেয়ারবাজারে পুরুষ বিনিয়োগকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৮২৮ জনে এবং নারী হিসাবধারীর সংখ্যা ৫ লাখ ১ হাজার ৩৫৩ জনে। যা ৩০ সেপ্টেম্বর শেষে ছিলো যথাক্রমে ১৪ লাখ ৮৫ হাজার ৬৯৬ এবং ৪ লাখ ৯৯ হাজার ১১৯ জনে।  সে হিসেবে অক্টোবর মাসজুড়ে পুরুষ বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৮ হাজার ১৩২ জন এবং নারী বিনিয়োগকারী ২ হাজার ৪৩৪ জন বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, শেয়ারবাজারে লেনদেনের জন্য ব্যাংক হিসাবের পাশাপাশি প্রত্যেক বিনিয়োগকারীকে ব্রোকারেজ হাউসে একটি করে হিসাব খুলতে হয়। শেয়ারবাজারে এটি বিও হিসাব নামেই পরিচিত। একজন বিনিয়োগকারী নিজ নামে ও যৌথভাবে সর্বোচ্চ দুটি হিসাব খুলতে পারেন।