English Version
আপডেট : ২৯ জুলাই, ২০২১ ১৬:১০

২০২১-২২ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা

অনলাইন ডেস্ক
২০২১-২২ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সঙ্কট মাথায় রেখে চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে । এবারও বেসরকারি খাতে ঋণ বাড়ানোর প্রক্ষেপণ করা হয়েছে ১৪ দশমিক ৮০ শতাংশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংক নতুন এই মুদ্রানীতি ঘোষণা করেছে।

গত অর্থবছরের মুদ্রানীতিতেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়ানোর প্রক্ষেপণ করা হয় ১৪ দশমিক ৮০ শতাংশ। তবে মে পর্যন্ত অর্জিত হয়েছে মাত্র ৭ দশমিক ৫৫ শতাংশ।

আজকের ঘোষিত মূদ্রানীতিতে সরকারের লক্ষ্যমাত্রার আলোকে ৭৬ হাজার ৫০০ কোটি টাকা ঋণ যোগান রাখা হয়েছে। মোট অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ।

সম্প্রসারণ ও সংকুলানমুখী নতুন মুদ্রানীতিতে সবচেয়ে জোর দেওয়া হয়েছে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ওপর।