English Version
আপডেট : ২৯ জুলাই, ২০২১ ১২:০১

কিউকম-রানার চুক্তি

অনলাইন ডেস্ক
কিউকম-রানার চুক্তি

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ও অটোমোবাইল কোম্পানি রানার  কেটিএম আরসি ১২৫ ও এপ্রিলিয়া জিপিআর ১৫০ মডেলের  স্পোর্টস বাইক দুটি বাংলাদেশের ক্রেতাদের জন্য উন্মুক্ত করেছে। গতকাল বুধবার কিউকমের তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশের ই-কমার্সভিত্তিক ক্রেতারা শুধুমাত্র কিউকম থেকেই এই মডেলের বাইক দুটি কিনতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিউকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. রিপন মিয়া। বিজ্ঞপ্তি