English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১১:০২

গ্রাহকদের সুখবর দিলেন ইভ্যালির রাসেল

অনলাইন ডেস্ক
গ্রাহকদের সুখবর দিলেন ইভ্যালির রাসেল

গ্রাহকদের সুখবর দিলেন দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। এক ফেসবুক স্ট্যাটাসে রাসেল জানিয়েছেন, ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে তিনি লাইভে আসবেন এবং অতীতের অর্ডার, সেলার পেমেন্ট, বর্তমান এবং ভবিষ্যতে নিয়ে বিস্তারিত পরিকল্পনা জানাবেন।

সোমবার (১৯ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সেই স্ট্যাটাসে রাসেল আরও লিখেছেন, আমি কনফিডেন্টলি বলতে পারি বর্তমান নীতিমালা মেনে বিজনেস করে ইভ্যালি সকল পেন্ডিং অর্ডার ডেলিভারি করবে। কেউ ক্ষতিগ্রস্ত হবেন না।

নির্দিষ্ট কিছুসংখ্যাক মানুষদের প্রতি অনুরোধ জানিয়ে রাসেল বলেন, যারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন ইভ্যালি পুরাতন অর্ডার ডেলিভারি দিতে পারবে না, তাদের প্রতি অনুরোধ আপনাদের তো কিছুদিন দেখতে আপত্তি থাকার কথা না। কারণ বর্তমান নীতিমালায় পণ্য সরবরাহের পূর্বে আমাদের হাতে টাকা আশার কোন সম্ভাবনা নাই। আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ।