English Version
আপডেট : ৫ জুলাই, ২০২১ ২১:৫০

লকডাউন: অল্প সময়ের জন্য দোকান খুলতে চায় ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক
লকডাউন: অল্প সময়ের জন্য দোকান খুলতে চায় ব্যবসায়ীরা

করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে জারি করা কঠোর লকডাউনের মধ্যে স্বাস্থবিধি মেনে অল্প সময়ের জন্য হলেও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি।

সোমবার (০৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় এই দাবির কথা জানায় তারা।

পাঠানো ভিডিও বার্তায় দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি জাতীয় পরিষদের আহ্বায়ক তৌফিক এহসান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে গত ১ জুলাই থেকে চলমান কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। ঘোষণার সঙ্গে আমরা ব্যবসায়ীরা একমত পোষণ করছি। কিন্তু আর অল্প কিছুদিন পরেই মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা। আমরা ক্ষুদ্র ও মাঝারি প্রায় ৫৪ লাখ ব্যবসায়ী এবং আমাদের সঙ্গে জড়িত কর্মচারী আরও প্রায় আড়াই কোটি। তিনি বলেন, আমরা গত মে ও জুন মাসে দোকান-কর্মচারীদের বেতন দিতে পারিনি। এই বৃহৎ গোষ্ঠীর কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে অল্প সময়ের জন্য হলেও দোকান খুলে ব্যবসা পরিচালনা করার সুযোগ দেওয়ার আবেদন জানাচ্ছি।

এসময় ব্যবসায়ীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির অনেকে তাদের পুঁজি ভেঙে খাচ্ছেন। তারা আজ নিঃস্ব। তাদের আবার ব্যবসায় ফিরিয়ে আনতে সহজ শর্তে ট্রেড লাইসেন্সের ভিত্তিতে আর্থিক ঋণ বা প্রণোদনার ব্যবস্থা করা হোক।

ভিডিওবার্তায় উপস্থিত ছিলেন দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি জাতীয় পরিষদের আহ্বায়ক তৌফিক এহেসান, সদস্য সচিব আনিসুল মান্নান সাহেদ, কার্যনির্বাহী পরিষদের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু।