English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১ ১৪:৩২

ভুট্টা গম সয়াবিনের বাজার ঊর্ধ্বমুখী

অনলাইন ডেস্ক
ভুট্টা গম সয়াবিনের বাজার ঊর্ধ্বমুখী

বিশ্ববাজারে সরবরাহ সংকটের কারণে ভুট্টার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গত সোমবার খাদ্যশস্যটির দাম বেড়ে সাত বছরের সর্বোচ্চে পৌঁছে। সরবরাহ অপরিবর্তনশীল থাকায় বেড়েছে ভবিষ্যৎ সরবারাহ মূল্যও। এছাড়া গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ২ দশমিক ৪ শতাংশ বেড়ে সাত বছরের সর্বোচ্চে এবং সয়াবিন গত আট বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খবর রয়টার্স।

সিকাগো বোর্ড অব ট্রেডের (সিবিওটি) ভুট্টার দাম প্রতি এক-চতুর্থাংশ বুশেলে (এক বুশেলে ২৫ দশমিক ৪০ কেজি) ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬ দশমিক ৪২ ডলারে পৌঁছেছে। এর আগে ২০১৩ সালের জুনে পণ্যটির সর্বোচ্চ দাম উঠেছিল। ওই সময় প্রতি বুশেলের দাম ছিল ৬ দশমিক ৪৯ ডলার।

ব্রাজিলে এবার শুষ্ক আবহাওয়া এবং যুক্তরাষ্ট্রে শীত আধিক্য লক্ষ করা গেছে। এ পরিস্থিতি বিশ্বের বৃহৎ এ দুই ভুট্টা রফতানিকারক দেশের জন্য ভুট্টা সরবরাহে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ২০২০ সালে উৎপাদিত ভুট্টার মজুদ কমেছে। পাশাপাশি চীনে বেড়েছে ভুট্টার চাহিদা।

সিঙ্গাপুরে খাদ্যশস্য ব্যবসায়ীরা জানান, সরবরাহ নিয়ে উদ্বেগ ও বলিষ্ঠ চাহিদার মধ্যেই ভুট্টার ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়েছে। ভুট্টার পাশাপাশি বাড়ছে গম ও সয়াবিনের দামও।

ফ্রান্স এগ্রিমার কর্তৃক প্রকাশিত তথ্য বলছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ফ্রান্সের গম ও যব আবাদ প্রান্তিকভাবে কমেছে। তবে এখনো তা স্থিতিশীল আছে। সাম্প্রতিক শীত ও শুষ্ক আবহাওয়ার আধিক্যের কারণে এসব খাদ্যশস্যে কিছুটা প্রভাব পড়েছে।