English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০২১ ১৩:৩৬

বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক আহমেদ জামাল

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক আহমেদ জামাল

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমদে জামালকে পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদের নির্বাহী কমিটিরও সদস্য করা হয়েছে তাকে।

সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আগামী তিন বছরের জন্য আহমদে জামালকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির আগামী সভা থেকে তিনি যোগদান করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ।

আহমেদ জামাল ১৯৮৪ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকের চাকরিতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এবং খুলনা, রংপুর ও বগুড়া অফিসে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।