English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০২০ ১৭:০৪

আট দিনের মাথায় স্বর্ণের দাম কিছুটা কমল

অনলাইন ডেস্ক
আট দিনের মাথায় স্বর্ণের দাম কিছুটা কমল

আট দিনের মাথায় সোনার দাম আবার কিছুটা কমল। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ৭২ হাজার ২৫৮ টাকা। এর আগে ভরি ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। ফলে ভরিতে দাম কমল ১ হাজার ৪৫৮ টাকা।

নতুন দর শুক্রবার বেলা ২টা থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সন্ধ্যা সাড়ে সাতটায় স্বর্ণের দাম কমানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। সর্বশেষ গত ১৩ আগস্ট স্বর্ণের দাম ভরিতে সাড়ে তিন হাজার টাকা কমিয়েছিল সমিতি। তার আগে ৬ আগস্ট স্বর্ণের দাম বেড়ে ৭৭ হাজার ২১৬ টাকা ভরি হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সমিতি জানায় স্বর্ণের নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরির দাম ৭২ হাজার ২৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৯ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৩৬১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলংকারের ভরি বিক্রি হবে ৫০ হাজার ৩৯ টাকায়।  

গত তিন মাস ধরেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর ঊর্ধ্বমুখী। সেই কারণে দেশের বাজারেও দফায় দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।