English Version
আপডেট : ২২ আগস্ট, ২০২০ ০১:২৪

তেলের দাম কমানোর পরিকল্পনা নেই সরকারের

অনলাইন ডেস্ক
তেলের দাম কমানোর পরিকল্পনা নেই সরকারের

আন্তর্জাতিক বাজারে পেট্রলিয়ামের দাম কমলেও দেশে দাম কমানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে দেড় লাখ টন পেট্রোলিয়াম পণ্য আমদানির প্রস্তাব অনুমোদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।

দাম কমানো উচিত কি না অর্থমন্ত্রী হিসেবে তিনি কী মনে করেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কোনো মতামত নেই।’

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন শুরু হওয়ায় এ বছরের শুরু থেকেই জ্বালানী তেলের দাম কমছিল। এর মধ্যে আবার সৌদি আরব ও রাশিয়ার মধ্যে বৈরিতায় মার্চ-এপ্রিলে দ্রুত নেমে যায় দাম। চাহিদার তুলনায় উৎপাদন অনেক বেশি হওয়ায় এক পর্যায়ে দাম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। অপরিশোধিত তেলের দাম বর্তমানে ব্যারেল প্রতি ৪০ থেকে ৪৫ ডলারে ওঠানামা করছে।