English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০ ১১:১৪
সূত্র:

চীনে কাঁকড়া ও কুঁচে রফতানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা

চীনে কাঁকড়া ও কুঁচে রফতানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা

দেশের ৯০ শতাংশ কুঁচে ও কাঁকড়া রফতানি হয় চীনে। রফতানিযোগ্য কুঁচে ও কাঁকড়ার সিংহভাগ চাষ হয় সাতক্ষীরায়। সম্প্রতি চীনে করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশ থেকে রফতানি বন্ধ থাকায় বিপাকে পড়েছে এ ব্যবসার সাথে জড়িত কয়েক হাজার মানুষ। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। 

একদিকে ব্যবসা বন্ধ অপরদিকে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাওনা টাকা দিতে না পেরে বিপাকে পড়েছেন আড়ৎদাররাও। 

সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে দেশের বৃহৎ কুঁচিয়া ও কাঁকড়ার বাজার। দু’তিন দিন পরপর এখান থেকে চীনে পাঁচ থেকে ছয় টন কুঁচে  পাঠানো হতো। করোনাভাইরাস সংক্রমণের ফলে জানুয়ারি থেকে রফতানি বন্ধ থাকায় সংগ্রহকৃত কুঁচে মরে যাচ্ছে।

কুঁচে ও কাঁকড়া রফতানি বন্ধ থাকায় খেটে খাওয়া মানুষের সংসার পড়েছে সঙ্কটে। 

জেলা মৎস্য কর্মকর্তা জানান, করোনার কারণে ২৫ জানুয়ারি থেকে বন্ধ হয়ে গেছে চীনে সাতক্ষীরার উৎপাদিত কুঁচে ও কাঁকড়া রফতানি। তবে চীন ছাড়া অন্যদেশে রফতানি করার চেষ্টা করছেন বলে জানান ওই কর্মকতা।

অবিলম্বে কাঁকড়া ও কুঁচে রফতানি করা না গেলে এ পেশার সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষ সম্পূর্ণ কর্মহীন হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।