English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:২১
সূত্র:

‘গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ারে’ ভূষিত সাফওয়ান সোবহান

‘গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ারে’ ভূষিত সাফওয়ান সোবহান

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে ‘গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ারে’ ভূষিত করা হয়েছে। শিল্প ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য তাকে এ সম্মানে ভূষিত করা হয়।    থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ‘১৩তম এশিয়ান বিজনেস অব সোশ্যাল ফোরাম, প্রাইড অব এশিয়া সিরিজ অ্যাওয়ার্ড অ্যান্ড বিজনেস সামিট এবং এশিয়া গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস ২০১৯-২০’ শীর্ষক সম্মেলনে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।    শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) ব্যাংককের একটি অভিজাত হোটেলে এক বর্ণাঢ্য আয়োজনে ওই সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। php glass

প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের এশিয়াওয়ান ম্যাগাজিন ও ইউআরএস মিডিয়া এ পুরস্কার দেয়। ksrm

আয়োজক কর্তৃপক্ষ বলছে, যেসব ব্যক্তি তার কর্ম দিয়ে অন্যদের জন্য অনুকরণীয় এবং পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ স্থাপন করেছেন- তাদের প্রতিবছর এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। 

এবছর বিভিন্ন দেশ থেকে মাত্র ১১ জনকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। তালিকায় সবার শীর্ষে রয়েছে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের নাম। 

সংশ্লিষ্টরা মনে করেন, এ সম্মেলন এশিয়ার আইকনিক, পাওয়ারফুল ও দ্রুত অগ্রসরমান ব্র্যান্ড ও ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্য এক অভিন্ন প্ল্যাটফর্ম। এখানে তারা নিজেদের কৌশলগত অভিজ্ঞতা বিনিময় করেন।