English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০২০ ১৩:২০
সূত্র:

শাফিউজ্জামান ব্যাংক এশিয়ার নতুন ডিএমডি

শাফিউজ্জামান ব্যাংক এশিয়ার নতুন ডিএমডি

শাফিউজ্জামান সম্প্রতি ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। তিনি ২০১৫ সালে ব্যাংক এশিয়ায় যোগদান করেন এবং ব্যাংকের করপোরেট অ্যান্ড লার্জ লোন বিভাগের কার্যভার গ্রহণ করেন।

শাফিউজ্জামান ১৯৯৪ সালে তত্কালীন ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেডে (বর্তমান ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেড) এক্সিকিউটিভ পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি ওয়ান ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন এবং সেখানে বিভিন্ন বিভাগে ১৪ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা লাভ করেন।

শাফিউজ্জামান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতায় ১৩ বছর ঢাকার বিভিন্ন করপোরেট শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে করপোরেট অ্যাসেট মার্কেটিং, ক্রেডিট অ্যান্ড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনসহ বিভিন্ন বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। শাফিউজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। —বিজ্ঞপ্তি