English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০২০ ১৫:০৬
সূত্র:

বাণিজ্য মেলায় ভ্যাট ফাঁকির অভিযোগ

বাণিজ্য মেলায় ভ্যাট ফাঁকির অভিযোগ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথম ১০ দিন ক্রেতাদের সংখ্যা তেমন একটা দেখা যায়নি। তবে এখন ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বেড়েছে বলে জানা গেছে।

বেচাকেনা বৃদ্ধি পেলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের বিরুদ্ধেই রয়েছে মূল্য সংযোজন কর বা মূসক ফাঁকির অভিযোগ। অনেক ক্ষেত্রেই ক্রেতাদের দেয়া হচ্ছে না কোনো ক্যাশ ম্যামো।

মেলা ঘুরে দেখা গেছে, বড় প্রতিষ্ঠানগুলো ভ্যাট দিলেও ছোট স্টল ও বিদেশি স্টলগুলো তা মানছে না। ক্রেতাদের পণ্য ক্রয়ের বিপরিতে দেয়া হচ্ছে না কোন ক্যাশ ম্যামো।

যদিও বিক্রেতার বলছেন, সঠিকভাবেই ভ্যাট দেয়া হচ্ছে। ক্রেতারা চাইলে ক্যাশ ম্যামো প্রদাণ করা হচ্ছে বলেও দাবি করেন তারা। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি মেলার দায়িত্ব প্রাপ্ত ভ্যাট কর্মকর্তারা।