English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০২০ ১০:১৭
সূত্র:

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেলেন একেএম এহসান

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেলেন একেএম এহসান

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে ২ জানুয়ারি পদোন্নতি পেয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক একেএম এহসান।

একেএম এহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে স্নাতকসহ স্নাতকোত্তর এবং পরবর্তী সময়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ট্রেড ও কমার্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইউনিভার্সিটি টেকনোলজি মারা থেকে ফরেনসিক অ্যাকাউন্টিং কোর্স সম্পন্ন করেন। একেএম এহসান ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ভারত, অস্ট্রেলিয়া, ইতালি, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ একেএম এহসান ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড লাভ করেন। একেএম এহসান রাজবাড়ী জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি