English Version
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৯ ১৫:২৩
সূত্র:

'দেশে রির্টান দাতার সংখ্যা বেড়েছে আড়াই লাখ'

'দেশে রির্টান দাতার সংখ্যা বেড়েছে আড়াই লাখ'

চলতি বছর দেশে দুই লাখ ৫০ হাজার রির্টান দাতার সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

রোববার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, 'এ বছর ২ লাখ ব্যক্তি আর ৪৭ হাজার কোম্পানিসহ মোট ২ লাখ ৫০ হাজার রিটার্ন দাখিল করবে। এখন থেকে যেসব টিআইএনধারী রিটার্ন দাখিল করেন না তা খতিয়ে দেখা হবে। এতদিন ব্যবসায়ীদের প্রতি নমনীয় ছিল এনবিআর।'

এখন থেকে ভ্যাট আদায়ে রাজস্ব কর্মকর্তাদের কঠোর হবার নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, 'বর্তমানে ৪৬ লাখ টিআইএনধারী র‌য়ে‌ছেন। তা‌দের ম‌ধ্যে রিটার্ন দা‌খিল ক‌রে‌ছে ২২ লাখ। যারা এখ‌নও রিটার্ন দা‌খিল ক‌রেন‌নি তা‌দের করা‌ঞ্চ‌লের কর্মকর্তারা ফোন কর‌বে। আগামী জানুয়া‌রি থে‌কে রিটার্ন দা‌খিল না করা প্রত্যেক টিআইএন ধারী‌কে ফোন দে‌বে। ত‌া‌দের রিটার্ন দা‌খিল কর‌তে বল‌বে। আর যারা আয়কর দেওয়ার যোগ্য তা‌দের করসহ রিটার্ন দা‌খি‌লে বাধ্য করা হবে।'

'ভ্যাট দি‌চ্ছে জনগণ, দে‌শের হ‌চ্ছে উন্নয়ন' স্লোগা‌নে এবারও এনবিআর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহ (১০-১৫ ডিসেম্বর) উদযাপন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।