English Version
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৯ ১৪:১৫
সূত্র:

সরবরাহ নেই, কমছে না পেঁয়াজের দাম

সরবরাহ নেই, কমছে না পেঁয়াজের দাম

রাজবাড়ীর বাজারে বর্তমানে পেয়াজের সংকট দেখা দিয়েছে। কিছু কিছু নতুন পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও সরবরাহ একেবারেই কম থাকায় কমছে না পেঁয়াজের দাম।

সোমবার (২ ডিসেম্বর) সকালে রাজবাড়ী শহরের বড় বাজারে নতুন পেঁয়াজ ১৮০ থেকে ২০০, পুরাতন (বড়-ছোট) ২১০ থেকে ২৩০ টাকা এবং ছাল পচা ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

এদিকে বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায় চাহিদার তুলনায় সামান্য পেঁয়াজ কিনছেন ক্রেতারা। স্বল্প আয়ের কারনে পেঁয়াজ কেনা এখন ক্রেতাদের দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চড়া দামের কারনে প্রয়োজেনের তুলনায় অল্প পরিমানে পেঁয়াজ কিনছেন ক্রেতারা। এতে করে পেঁয়াজ বিক্রি করতে না পেরে লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা।

ব্যসায়ীরা বলছেন, বাজারে পেঁয়াজের সরবারাহ কম থাকায় দাম কমছে না। নতুন পেঁয়াজ বাজারে পুরোপুরিভাবে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই পেঁয়াজের। সরবরাহ কমের কারনে পেঁয়াজের বাজারে দাম বেশি বলে বলছেন খুচরা ব্যবসায়ীরা। দামের কারনে আগের তুলনায় তাদের বিক্রিও কমে গেছে কয়েক গুন।

ক্রেতারা বলেন, গত বছর এ সময় যেখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় পেঁয়াজ কিনেছেন, এখন সেখানে ২শত টাকার উপরে দাম দিয়ে কিনতে হচ্ছে পেঁয়াজ। এ সময় পেঁয়াজের দাম ১০০ টাকার নিচে হওয়া উচিত ছিল। বর্তমানে পেঁয়াজের যে দাম তাতে পেঁয়াজ কেনা কষ্ট হয়ে পড়েছে। আগে যেখানে কেজি বা তার চেয়ে বেশি পেঁয়াজ কিনতেন, এখন সেখানে দামের কারনে বাধ্য হয়ে সামান্য পরিমানে কিনতে হচ্ছে।