English Version
আপডেট : ১ ডিসেম্বর, ২০১৯ ২৩:১০
সূত্র:

বাংলাদেশে সুদের হার সবচেয়ে বেশি: অর্থমন্ত্রী

বাংলাদেশে সুদের হার সবচেয়ে বেশি: অর্থমন্ত্রী

সারাবিশ্বের মধ্যে বাংলাদেশে সুদের হার সবচেয়ে বেশি। এত সুদের কারণেই বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য কমে যাচ্ছে এবং বিদেশিরা এখানকার এলসি নিতে চায় না। এই সুদের হার বেশি হওয়ার কারণেই দেশে ঋণখেলাপি বাড়ছে, সুদ কমানো গেলে ঋণখেলাপীও কমানো যাবে, এসব কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। রোববার (১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সরকারি-বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা একটি জায়গায় শক্তিশালী ভূমিকা রাখতে পারিনি, সেটা হচ্ছে এনপিএল। এনপিএল বাড়ার একটি কারণ হলো আমাদের সুদহার অনেক বেশি। আমাদের মতো এত ‘হাই ইন্টারেস্ট রেট’ পৃথিবীর আর কোনো দেশে নেই। এনপিএল কমাতো পৃথিবীর অন্য দেশের মতো সুদহার কমাতে হবে। আমরা সবাই বসেছিলাম কীভাবে সুদহার কমানো যায় অথবা কমপিটিটিভ একটা এনভায়রনমেন্টে আনা যায়। সবাই আমরা একবাক্যে স্বীকার করেছি যে, সুদহার কমাতেই হবে। সুদহার সিঙ্গেল ডিজিটে আনতে হবে। সুদহার সিঙ্গেল ডিজিটে আনলে আমাদের এনপিএল অনেক কমে যাবে। সুদহার কমলে আমাদের সঙ্গে বিদেশিরা ব্যবসা করে শান্তি পাবে, কোনো প্রশ্ন করবে না। বিদেশিরা আমাদের এলসিগুলো গ্রহণ করবে।