English Version
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৯ ০৭:০০
সূত্র:

১০ মাসে ৬০ পোশাক কারখানা বন্ধ

১০ মাসে ৬০ পোশাক কারখানা বন্ধ

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত (১০ মাস) আর্থিক সমস্যার কারণে ৬০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে চাকরি হারিয়েছেন ২৯ হাজার ৫৯৪ জন শ্রমিক।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)  সভাপতি রুবানা হক এ তথ‌্য জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে রাইজিংবিডিকে তিনি এ তথ‌্য জানান।

রুবানা হক বলেন, ‘আর্থিক সমস‌্যার কারণে চলতি বছরের প্রথম ১০ মাসে দেশের ৬০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে ২৯ হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে পড়েছেন।’